ঢাকা | শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সোমবার সকল মহানগর ও জেলা সদরে জনসমাবেশ করবে বিএনপি

আল আমিন | প্রকাশিত: ৩০ জুলাই ২০২৩ ০৪:৩৯

আল আমিন
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৩ ০৪:৩৯

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  আগামী সোমবার দেশের সকল মহানগর ও জেলা সদরে জনসমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

আজ শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আমরা আগামীকাল রবিবার (৩০ জুলাই) কর্মসূচি ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু জানতে পেরেছি আগামীকাল আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা দিয়েছে। তাদের মতো একইদিনে কর্মসূচি ঘোষণা দিয়ে সংঘাত চাই না। যার কারণে ৩১ জুলাই কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছি।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: