ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

যে ২৩ শর্তে আ.লীগ-বিএনপিকে সমাবেশের অনুমতি

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৮ জুলাই ২০২৩ ০১:৪৪

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৩ ০১:৪৪

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : সন্মান প্রদর্শন করে আওয়ামী লীগ ও বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

২৩টি শর্তে আওয়ামী লীগের তিন অঙ্গসংগঠনকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ও বিএনপিকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমাবেশের এ সিদ্ধান্তের কথা জানান ডিএমপি কমিশনার।

সংবাদমাধ্যমকে ডিএমপি কমিশনার বলেন, ‘দুই দলকে ২৩টি শর্তে সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে। পাশাপাশি দলগুলো আবেদন অনুযায়ী, পছন্দের স্থানে সমাবেশ আয়োজন করতে পারবে। তবে তাদের সমাবেশের জন্য এলাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। বিএনপির জন্য নাইটিঙ্গেল মোড় থেকে পুলিশ হাসপাতাল পর্যন্ত সীমানা। আওয়ামী লীগের সহযোগী তিন দলের জন্য মহানগর নাট্যমঞ্চ থেকে মুক্তাঙ্গন পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে। দুই দলকেই সমাবেশের অনুমোদিত এলাকার ভেতরে মাইক স্থাপন করতে হবে। সমাবেশের শর্তগুলোর মধ্যে অন্যতম হচ্ছে-রাষ্ট্রবিরোধী কোনও বক্তব্য দেওয়া যাবে না।’

বন্ধের দিনেও দুর্ভোগ কমাতে দুই দলের নেতাকর্মীদের স্বেচ্ছাসেবী হিসেবে নিয়োজিত করার অনুরোধ জানিয়ে কমিশনার বলেন, ‘সমাবেশে আশা নেতা-কর্মীরা লাঠিসোঁটা বহন করে আনতে পারবেন না। পাশাপাশি কোনও ধরনের ব্যাগ বহন করতে পারবেন না।’

রাতে বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে গ্রেফতার করা হচ্ছে, বিশেষ করে বিরোধী দলের নেতা-কর্মীদের, এমন প্রশ্নে কমিশনার বলেন, ‘এই ধরনের কোনও ঘটনা আমার জানা নেই। তবে ডিএমপির কোনও কর্মকর্তা জড়িত থাকলে তদন্ত করে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘তবে আমরা নিয়মিত অভিযানের অংশ হিসেবে কোনও মামলার আসামি গ্রেফতার করছি। এর বাইরে কাউকে গ্রেফতার কিংবা হয়রানি করা হচ্ছে না।



আপনার মূল্যবান মতামত দিন: