ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আইপিএল খেলা নিয়ে সংঘর্ষে চা ব্যবসায়ী খুন

আল আমিন | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২২ ০৪:২১

আল আমিন
প্রকাশিত: ৭ এপ্রিল ২০২২ ০৪:২১

ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামে আইপিএলে ভিন্ন দলকে সমর্থন করা নিয়ে বাক বিতান্ডার জের ধরে মোহাম্মদ ফারুক নামে এক চা ব্যবসায়ী খুন হয়েছেন। মঙ্গলবার রাতে জেলার হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে আইপিএল’র রাজস্থান ও বেঙ্গালুরের ম্যাচ চলাকালীন দল সমর্থন নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন ফারুক এবং ফয়সাল। এ সময় দুই জনের মধ্যে হাতাহাতি হয়। পরে ফয়সাল তার দলবল নিয়ে ফের ফারুকের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফারুকের মা সুরমা বেগম বলেন, রাতে দোকান থেকে বাসায় ফিরে আসেন ফারুক। এ সময় ফয়সাল ও আরও কয়েকজন তার ওপর হামলা চালায়। তাকে রক্ষা করতে পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে আসলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে ফারুকের মৃত্যু হয়।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: