
নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠিতে একটি যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও প্রায় ২৩ জন আহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৯টা ৪৫ মিনিটের দিকে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আরেফিন। তিনি জানান, নিহতদের মধ্যে ২ শিশু, ৭ জন নারী ও ৬ জন পুরুষ।
স্থানীয়রা জানান, ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি ছত্রকান্দা এলাকায় আসার পর একটি অটোরিকশাকে পাশ কাটাতে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশে থাকা একটি পুকুরে পড়ে যায়।
ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) শাখাওয়াত হোসেন জানান, নিহতদের মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় প্রায় ২৩ জনের মতো আহত হয়েছেন।
ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম জানান, ভান্ডারিয়া থেকে বাসটি প্রায় ৫০ জনের মতে যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফিরোজ কুতুবী বলেন, 'দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে।
ঝালকাঠি জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, এ পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা শঙ্কাজনক।
আপনার মূল্যবান মতামত দিন: