ঢাকা | মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ডেঙ্গুর বিষয়ে আমাদের নজরদারি রাখতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

আল আমিন | প্রকাশিত: ৫ জুলাই ২০২৩ ২২:২২

আল আমিন
প্রকাশিত: ৫ জুলাই ২০২৩ ২২:২২

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রীস্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডেঙ্গুর বিষয়ে আমাদের নজরদারি রাখতে হবে। যারা মশা নিধনের দায়িত্বে আছেন, আমি তাদের আহ্বান জানাই, আপনারা আপনাদের কার্যক্রম আরও জোরদার করেন। অনেক লোক কিন্তু ডেঙ্গুতে প্রাণ হারাচ্ছে এবং আক্রান্ত হচ্ছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় সুপার স্পেশালাইজড হাসপাতালে আন্তঃবিভাগ ও অপারেশন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশে ডেঙ্গু অনেক বাড়ছে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, অল্প কয়েকদিনের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রায় ৬০ জন মারা গেছেন। এখনও প্রায় দেড় হাজার রোগী হাসপাতালে ভর্তি আছেন। প্রতিদিন নতুন করে কয়েকশো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন।

মন্ত্রী বলেন, আমরা স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছি। হাসপাতালগুলো রোগীতে ভরে যাচ্ছে। সেজন্য দ্রুত মশা নিধন করা প্রয়োজন। আশা করব যেন ডেঙ্গুতে আর মৃত্যু না ঘটে।

রোগীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সময়মতো হাসপাতালে এসে চিকিৎসা নেবেন। তাহলে ডেঙ্গুতে মৃত্যুর হার অনেক কমে যাবে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: