
বিদেশবার্তা ডেস্ক : দেশে গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখতে যথাসময়ে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুইজারল্যান্ডের জেনেভায় স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যায় প্রবাসীদের দেয়া নাগরিক সংবর্ধনায় বক্তব্যে তিনি এ কথা জানান। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে, জনগণ তাদের ভোট দেবে। জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে। কারণ তাদের ভোটের মালিক তারাই। ‘যারা জনগণের ভোট পাবে, তারাই সরকার গঠন করবে। এটাই গণতান্ত্রিক ধারা এবং এটা অব্যাহত থাকবে।’
আ’লীগ সভাপতি বলেন, ‘বিএনপি খুব ভালো করেই জানে যে, অতীতের অপকর্মের কারণে তারা জনগণের ভোট পাবে না। এ কারণে তারা নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে থাকতে চাইছে।’ তিনি বলেন, ‘আসলে তারা (বিএনপি) চোর ও ভোট কারচুপিকারীদের দল। ভোট ডাকাতি ছাড়া তাদের পক্ষে ক্ষমতায় আসা সম্ভব নয়।’
বিএনপি অতীতে দেশের সম্পদ বিক্রি করার শর্তে ক্ষমতায় বসেছিল মন্তব্য করে সরকারপ্রধান বলেন, এ কারণে জনগণ তাদের ক্ষমতায় দেখতে চায় না। তারা জনগণের ভোট পায় না। তাই তারা নির্বাচন থেকে দূরে থাকার পথ খুঁজছে বিএনপির সরকার হটানোর হুঁশিয়ারির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের অবস্থা এতটা দুর্বল হয়ে যায়নি।
আপনার মূল্যবান মতামত দিন: