ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

জলছাপ

আল-আমিন আলো | প্রকাশিত: ১৫ জুন ২০২৩ ০১:৫৫

আল-আমিন আলো
প্রকাশিত: ১৫ জুন ২০২৩ ০১:৫৫

ফারহানা সুলতানা পাপড়ি

তুমি এলে জলছাপ এঁকে, কঠিন রাস্তার ধূলো মাড়িয়ে,

কবিতার পঙক্তি বুঝতে, চাইতে মিশে থাকা আবেগ।

চরাচরে জমে থাকা বিস্তীর্ণ অভিমান সরিয়ে চলে এলাম,

হাওয়ার গানে কণ্ঠ মিলিয়ে একা পথিক হলে।

কৃষ্ণচূড়ার যুদ্ধ শুরু হলো, আগন্তুক এলো ছন্দ নিয়ে,

দরজায় কড়া নাড়ার শব্দ পেলাম, মনোযোগ গেলো ইউক্রেন জুড়ে।

স্বপ্নছবিরা নতুন পাখায় ভর দিলো, উল্টে গেলো গতিপথ,

ঘুরি নানা বৃন্তে, নিভি পিলসুজে, জ্বলে উঠি আবার!

যে রূপকথা ভেবেছি একি সত্য রূপকথা?

অমোঘ ঘোরে ডুবে থাকি, ভাবি অসম্ভব মায়ার ছাপ।


লেখক: ফারহানা সুলতানা পাপড়ি
শিক্ষার্থী: বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে।


বিদেশ বার্তা/ আল- আামিন আলো



আপনার মূল্যবান মতামত দিন: