
বিদেশবার্তা ডেস্ক : ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ জুন) রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রাতেই মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয় বনানী থানা পুলিশ।
শুক্রবার (৯ জুন) বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মহাখালীর আমতলী এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রাতেই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
শাহরিয়ার কবিরের মেয়ে আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে তিনি কী কারণে আত্মহত্যা করেছেন সে বিষয়ে পুলিশ কিছু জানাতে পারেনি।
প্রসঙ্গত, ২০২০ সালের জানুয়ারিতে স্ত্রীকে হারান শাহরিয়ার কবির। মায়ের মৃত্যুতে ইংল্যান্ড থেকে দেশে ফেরেন অর্পিতা শাহরিয়ার কবির। এরপর থেকে তিনি দেশেই বসবাস করছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: