ঢাকা | বৃহঃস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

কবি নজরুল কলেজ ছাত্রলীগের সভাপতির মরদেহ উদ্ধার

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৩ জুন ২০২৩ ১৭:৪১

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৩ জুন ২০২৩ ১৭:৪১

ছবি সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ওয়াসিম রানা তাহসানের (২৯) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে রাজধানীর চানখাঁরপুল এলাকায় নিজ বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

রানার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায়। বর্তমানে চানখারপুল এলাকায় থাকতেন তিনি। গত ছয়মাস ধরে লক্ষীবাজার কবি নজরুল কলেজের ছাত্রলীগ সভাপতির দায়িত্ব পালন করছিল ওয়াসিম। তিনি ইসলামী ইতিহাস বিভাগের মাস্টার্সের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ওয়াসিম রানাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা তার সহপাঠী ইমরান হোসেন বাবু বলেন, কয়েকদিন ধরেই অন্যমনস্ক থাকবো রানা। তাকে বলেছিলাম- কক্সবাজার থেকে একটু ঘুরে আয়।

তিনি ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, ওয়াসিম রানা বংশালে নিমতলী ছাতা মসজিদ এলাকার একটি বাসায় থাকতেন। তার সঙ্গে থাকতো তার গ্রামের এক ভাগিনা। ঘটনার দিন রাতে ভাগিনা বাসায় এসে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও কোন শব্দ না পেয়ে আশপাশের লোকদের সঙ্গে নিয়ে দরজা ভেঙে দেখে ওয়াসিম রানা ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাবু জানান, এক বছর আগে তার ভাই মারা যায়, তার কিছুদিন পর বাবাও মারা যান। এছাড়া বেশ কয়েকদিন ধরেই ওয়াসিম রানা চুপচাপ থাকতেন। তবে কি কারণে সে এমন ঘটনা ঘটিয়েছে তা জানতে পারিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: