ঢাকা | শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

শনিবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১১ মে ২০২৩ ১৭:৩১

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১১ মে ২০২৩ ১৭:৩১

ফাইল ছবি

বিদেশবার্তা ডেস্ক : নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচন এবং বর্তমান সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করাসহ ১০ দফা দাবিতে আগামী শনিবার (১৩ মে) ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

বুধবার (১০ মে) দিনগত রাতে দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

শনিবার দুপুর ২টায় ঢাকা মহানগর উত্তর এবং মহানগর দক্ষিণ বিএনপি যৌথভাবে এ বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে। সুষ্ঠু নির্বাচন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বক্তব্যের সমালোচনা করে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন গ্রীষ্মকালে শীতের হাওয়া বয়ে যাওয়ার মত ব্যাপার। সরকারবিরোধী আন্দোলনে দেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু, উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: