
বিদেশবার্তা ডেস্ক : মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনেইয়ে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী শনিবার এ তিন দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেয়া হয়েছে। খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ২২ এপ্রিল ঈদুল ফিতরের প্রথম দিন ঘোষণা করেছে ব্রুনেই। কারণ, বৃহস্পতিবার (২০ এপ্রিল) দেশটির আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।
এদিন ইন্দোনেশিয়ার আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এতে আসছে শনিবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: