ঢাকা | বৃহঃস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আকরিক লোহার দর আরো কমলো

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৩ ১৬:৩০

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৩ ১৬:৩০

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার দাম আরো কমেছে। উচ্চ চালান চাপ সৃষ্টি করেছে। ঐতিহ্যগতভাবে সর্বোচ্চ নির্মাণ মৌসুমে ইস্পাতের চাহিদা দুর্বল হয়েছে। এছাড়া সরকারি হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ বিদ্যমান রয়েছে। ফলে শক্ত ধাতুটির মূল্য হ্রাস পেয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী মে মাসের আকরিক লোহার দর নিম্নমুখী হয়েছে ২ দশমিক ০৬ শতাংশ। প্রতি টনের দাম স্থির হয়েছে ৮৮১ দশমিক ৫ ইউয়ান বা ১২৮ ডলার ১০ সেন্টে। গত ২৮ মার্চের পর যা সর্বনিম্ন। সিঙ্গাপুর এক্সচেঞ্জেও দরপতন ঘটেছে।

তিয়ানজিন ভিত্তিক এক বিশ্লেষক বলেন, সাম্প্রতিক সময়ে ইস্পাতের চাহিদা কমেছে। ফলে কঠিন ধাতুটি তৈরির মূল উপকরণ লৌহ আকরিকের বাজারে চাপ পড়েছে। তাতে দর হারিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, গত সোমবার বেইজিংয়ে কিছু কোম্পানির হর্তাকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের জাতীয় উন্নয়ন এবং সংস্কার কমিশনের কর্মকর্তারা। আকরিক লোহার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা। ফলে সম্পত্তি খাতে বিনিয়োগকারীদের মাঝে উৎকণ্ঠা আরো বেড়েছে।

তারা বলেন, লৌহ আকরিকের দাম বৃদ্ধি নিয়ে যারা গুজব ছড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে আরো কঠোর হতে পারে সরকার। এছাড়া অবৈধ মজুতের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে তারা।



আপনার মূল্যবান মতামত দিন: