
বিস্ফোরণের মতো জেগে ওঠলো একটা চর,
খুঁড়ে খুঁড়ে আমি মায়ার খনি দেখতে পাই সেখানে।
সাগরের পানি ভাসিয়ে নিয়ে যেতে চায় আমার মায়াবি চরটারে,
জংলি পাখির গান শুনে যে তৃপ্ত তার চর ভাঙনের ভয় নাই।
লক্ষ্মী যেনো বোঝাই করে আনলো এতগুলো স্বপ্ন,
তলদেশ থেকে ওঠে আসা অনেকদিনের কাঙ্খিত জাল,
আমি সে জালে আটকে পড়া অসহায় রঙিন মাছ!
ঝিঁঝিপোকার ডাক শুনি,সমুদ্রের জলের গন্ধ পাই,
জানালায় দেখি ছোট্ট বৃষ্টির ফোঁটায় এক অমোঘ মায়া।
হঠাৎ ধাক্কা আবার বিস্ফোরণ, সে এক মায়াবি বিস্ফোরণ।
বুকের ভেতর এক তোলপাড়ের শব্দ শুনতে পাই,
নিখুঁত কারিগর তুমি নিভিয়ে দিলে এক নিমিষেই।
উর্বর ভূমির বুকে নতুন আশার বীজ বুনে দিলে,
এনে দিলে তপ্ত মরুভূমিতে শীতল জলের ধারা।
অশালীন আবেগ ফুটে ওঠতে থাকলো নতুন বীণার তার বেয়ে,
থেমে যাওয়া কবিতা নতুন ছন্দ ধার করে নিলো।
শিখলাম নতুন গানের নতুন এক সুর,
নতুন চর জুড়ে তুমি তার গুরু আমি মায়াবি শিল্প সহচর!
লেখক: ফারহানা সুলতানা পাপড়ি
শিক্ষার্থী: বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে।
বিদেশ বার্তা/ আল- আামিন আলো
আপনার মূল্যবান মতামত দিন: