ঢাকা | সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সিলেটে ভূমিকম্প

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ০০:৫৬

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ০০:৫৬

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর বাংলাদেশের সিলেটে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫৬ মিনিটে ছাতকের ১১ কিলোমিটার উত্তর-পূর্বে এ ভূমিকম্প অনুভূত হয়।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল ৬৪ দশমিক ৮ কিলোমিটার।

ফারজানা সুলতানা বলেন, ‘রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। এর কেন্দ্রস্থল ছিল ভারতের মেঘালয় রাজ্য। সিলেটে মৃদু কম্পন অনুভূত হয়েছে।’

সিলেট সিটি কর্পোরেশনের তথ্য মতে, সিলেটের প্রায় ৪২ হাজার ভবন রয়েছে। কিছু ভবন তারা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিতও করেছিলো। তবে এগুলো শেষ পর্যন্ত ভাঙতে পারেনি তারা। ২০২১ ও ২২ সালে কয়েকদফা ভূমিকম্পের পর ঝুঁকি মোকাবেলায় কিছু উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি।



আপনার মূল্যবান মতামত দিন: