ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

দাঁড়িয়ে থাকা পিকআপে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৪ মার্চ ২০২২ ২০:৪২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৪ মার্চ ২০২২ ২০:৪২

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক : মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের দরবেশপুর নামকস্থানে দাঁড়িয়ে থাকা পিকআপে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে আসা একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়।

বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নিহত চালক শাহাদৎ হোসেন (৪৫) পাবনা জেলার শালদানাচর গ্রামের মৃত হাশেম ব্যাপারির ছেলে ও সহকারী ফারুক হোসেন (৪২) একই জেলার নাগদেমরা গ্রামের মোজহার মোল্লার ছেলে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, সদর উপজেলার মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের ওপরে সিমেন্ট বোঝায় একটি কাভার্ডভ্যান দাফড়িয়ে ছিল। সকাল ৬টার দিকে চুয়াডাঙ্গা থেকে আসা একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটিকে ধাক্কা দিলে গাড়ি দুটির সামনের দিকের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় মিনি ট্রাকের চালক ও সহকারী।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে লাশ দু’টি উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা জানান, নিহতেদের পরিচয় সনাক্ত হয়েছে। তাদের পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: