ঢাকা | রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

শুনেছি ক্ষমা পেয়েছি, এখনো চিঠি আনতে যাইনি: ডা. মুরাদ

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৩ ০৫:১০

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৩ ০৫:১০

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : সাবেক তথ্য প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে নানা বির্তকিত কাণ্ডের জন্য জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরে ডা. মুরাদ হাসানকে ক্ষমা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভায় উপস্থিত হয়ে তিনি এ তথ্য দেন।

এ সময় ডা. মুরাদ সাংবাদিকদের বলেন, ‘মেয়র জাহাঙ্গীর গুরুতর কথা বলেছেন, তাই তিনি চিঠিটা দ্রুত নিয়েছেন। আমিও আবেদন করেছিলাম। আমাকে ক্ষমা করে দিয়েছে বলে জানতে পেরেছি। কিন্তু এখনো চিঠি আনতে যাইনি।’ কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা জামালপুর-৪ আসনের সাংসদ ডা. মো. মুরাদ হাসানকে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

ডা. মো. মুরাদ হাসান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালেও তিনি একই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: