ঢাকা | শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

কিশোরগঞ্জে খাদ্যে বিষক্রিয়ায় ৪ জনের মৃত্যু

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২৩ ০১:৫০

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২৩ ০১:৫০

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : কিশোরগঞ্জের কুলিয়ারচরে খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে উপজেলা আ’লীগের দুই সাংগঠনিক সম্পাদকসহ চারজনের মৃত্যু হয়েছে।

শনিবার দিবাগত রাতে তারা ঘনিষ্ঠ এক ব্যক্তির বাড়িতে দাওয়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর থেকেই তারা অসুস্থ বোধ করছিলেন।

সোমবার (১৬ জানুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস (৫৭), জহির রায়হান (৫৮) এবং ভাটি দোয়ারিয়া এলাকার বাসিন্দা ডাক্তার গোবিন্দ বিশ্বাসের (৪৫) মৃত্যু হয়।

এর আগে, গতকাল রবিবার রাতে উপজেলার একরামপুর গ্রামের বাসিন্দা শাজাহান মিয়া (৫২) নামে এক ড্রাইভারের মৃত্যু হয়।

রাজনৈতিক সহকর্মী ও ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গিয়াস উদ্দিন ও জহির রায়হান ভালো বন্ধু ছিলেন। গিয়াস উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। পৌর আওয়ামী লীগের সভাপতি হিসেবেও তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। জহির রায়হানও আওয়ামী লীগের নেতৃত্বে আছেন অনেক দিন ধরে। শনিবার রাতে তারা এক ঘনিষ্ঠজনের বাড়িতে অনুষ্ঠানে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন প্যানেল মেয়র হাবিবুর রহমানও।

কুলিয়ারচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, তাদের মেডিকেল রিপোর্ট দেখে মৃত্যুর কারণ বলা যাবে।



আপনার মূল্যবান মতামত দিন: