ঢাকা | শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আমিন আমিন ধ্বনিতে মুখরিত তুরাগ তীর

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২৩ ২১:১৪

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২৩ ২১:১৪

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমাস্থল আমিন আমিন ধ্বনিতে মুখরিত হলো। দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন।

আজ সকাল ৯টা ৫৭ মিনিটে শুরু হয় এ মোনাজাত। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম ও তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা মুহাম্মদ জুবায়ের আহমেদ।

এতে আত্মশুদ্ধি, নিজ নিজ গুনাহ মাফ, সব বালা-মুসিবত থেকে হেফাজত, রহমত প্রার্থনা ও আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখো মুসুল্লি আকুতি জানান।

এই মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

আখেরি মোনাজাতের আগে সকালে ফজরের পরপর হেদায়েতি বয়ান করেন ভারতের মাওলানা আবদুর রহমান।

ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন গতকাল লাখ লাখ মুসল্লি ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পবিত্র কোরআনের আলোকে গুরুত্বপূর্ণ বয়ানের মধ্য দিয়ে পার করেন।



আপনার মূল্যবান মতামত দিন: