
বিদেশবার্তা ডেস্ক : টানা ১৪ বছর গায়ের জোরে আ’লীগ ক্ষমতায় আছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে মহিলা দলের মানববন্ধনে এমন মন্তব্য করেন তিনি।
ড. খন্দকার মোশাররফ অভিযোগ করেন, সরকার ক্ষমতায় টিকে থাকতে ইতিহাস বিকৃত করে দেশের জনগণকে বিভ্রান্ত করছে। দলটি দেশের রাষ্ট্র কাঠামো ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিচারব্যবস্থা, অর্থনীতি ও গণতন্ত্রসহ সবকিছু ধ্বংস করেছে আ’লীগ। গ্রেফতার করে বিএনপিকে দমন করা যাবে না। আন্দোলন সফল করে সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: