ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ৩

আল আমিন | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২২ ০২:৩৯

আল আমিন
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২২ ০২:৩৯

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত ১২ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে টাঙ্গাইলের মির্জাপুরে, ভুঞাপুর ও বাসাইলে তিন উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের দুল্লা মনসুর এলাকায় একাধিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। এ সময় একটি পিকআপকের পেছন থেকে ঢাকাগামী দ্রুতগতির একটি বাস ধাক্কা দিলে বাসের হেলপার নিহত হয়। নিহত হেলপার মুন্না (২৮) নীলফামারী জেলার সদর উপজেলার স্টেশন এলাকার আশরাফুলের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে ১০ জন।

অপরদিকে, ঢাকা-টাঙ্গাইল মহসড়কের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় ঢাকাগামী মোটরসাইকেলকে একটি গাড়ি পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক অজ্ঞাতনামা মোটরসাইকেল আরোহী নিহত হয়।

 

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: