
বিদেশবার্তা ডেস্ক : রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পাওয়ার পরপরেই বিএনিপির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছে। এসময় তাদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
এর আগে শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আগামী ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি।
এই গণসমাবেশ থেকে খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে ঢাকাবাসীকে গণসমাবেশে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
খন্দকার মোশাররফ বলেন, নেতাকর্মীদের মনোবল ভেঙে দিতে ভেন্যু নিয়ে টালবাহানা করেছে পুলিশ।
আগামী ১০ ডিসেম্বর (শনিবার) বেলা ১১টায় রাজধানীর গোলাপবাগ মাঠে গণসমাবেশ শুরু হবে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এবং ড. আব্দুল মঈন খান।
আপনার মূল্যবান মতামত দিন: