ঢাকা | বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সেই বাড়তি দামেই বিক্রি হচ্ছে তেল ও চিনি

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২ ২২:৩৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২ ২২:৩৫

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : সরকার দাম নির্ধারণ করে দিলেও আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে চিনি ও তেল।

আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা এবং কয়েকটি জেলায় খোঁজ নিয়ে জানা গেছে খুচরা বাজারে প্রতিকেজি খোলা চিনি বিক্রি হচ্ছে ৯০ টাকায়। আর প্যাকেটজাত চিনির দাম ১০০ থেকে ১০৫ টাকা।

এদিকে, বাজারে প্রতি লিটার খোলা পাম অয়েল বিক্রি হচ্ছে ১৩৮ থেকে ১৪০ টাকায়।

গত বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রতিকেজি প্যাকেটজাত চিনি সর্বোচ্চ ৮৯ টাকা, খোলা চিনি ৮৪ টাকা এবং পাম অয়েলের লিটার ১৩৩ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। যা আজ থেকে কার্যকর হওয়ার কথা ছিলো। কিন্তু বিষয়টি না মেনে বাজারে পুরনো বাড়তি দামেই চিনি ও তেল বিক্রি হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: