ঢাকা | মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

তেলের দাম বাড়িয়ে রাখাই ভালো ছিল: প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা

আল আমিন | প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২২ ০৭:২২

আল আমিন
প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২২ ০৭:২২

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, ‘বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অনুমান করা খুব কঠিন। জ্বালানি তেলের দাম বাড়িয়ে রাখাই ভালো ছিল। সামনে কী হবে, জানি না। পাঁচ টাকা কমানো হলো। এটা কত দিন থাকবে কে জানে।’

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) শুল্ক কর উঠিয়ে দিলে জ্বালানি তেলের দাম কমবে। কিন্তু এনবিআর রাজস্ব কোথায় পাবে। রাজস্ব না পেলে উন্নয়ন কীভাবে হবে। শুল্ক কমিয়ে দাম কমানোটা ফিজিবল (লাভজনক) না-ও হতে পারে।’

তিনি আরও বলেন, শিগগিরই জ্বালানি তেলের দাম আরও কমার সম্ভাবনা আছে কিনা এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আর দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তাৎক্ষণিক কিছু বলা সম্ভব নয়।’

 

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: