ঢাকা | শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

গুচ্ছ ভর্তির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

আল আমিন | প্রকাশিত: ১৭ আগস্ট ২০২২ ০৩:০৩

আল আমিন
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২২ ০৩:০৩

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।

মঙ্গলবার দুপুর ৩টায় ফলাফল প্রকাশের জন্য অনলাইনে ২২ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের কাছে ফলাফল তুলে ধরেন জবি উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

৫৬ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, ৪৩ দশমিক ৬৮ শতাংশ শিক্ষার্থী ফেল করেছে। এবারের ‘বি’ ইউনিটের পরীক্ষায় ৩৭ হাজার ৩৫১ জন শিক্ষার্থী ৩০ এর কম নম্বর পেয়ে অকৃতকার্য হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক তার নিজ কক্ষে সাংবাদিকদের কাছে এ তথ্য প্রদান করেন।

তিনি জানান, গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/) লগইন করে ভর্তিচ্ছুরা নিজেদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে ফল দেখতে পারবেন।

তিনি আরও জানান, যদি কেউ চ্যালেঞ্জ করতে চায় তাদের চ্যালেঞ্জ করার সুযোগ দেয়া হবে। ২০ তারিখের পর ২ হাজার টাকা ফি প্রদান করে চ্যালেঞ্জের সুযোগ পাবে।

 

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: