ঢাকা | শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ডলারের দাম বাড়ায় তেলের দামে সুফল পাওয়া যাচ্ছে না: বাণিজ্যমন্ত্রী

আল আমিন | প্রকাশিত: ১২ আগস্ট ২০২২ ০২:৩৮

আল আমিন
প্রকাশিত: ১২ আগস্ট ২০২২ ০২:৩৮

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে ডলারের দাম বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমলেও এর সুফল পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (১১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানান।

শিগগিরই ভোজ্যতেলের দাম সমন্বয় হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘শিগগিরই তারা (ট্যারিফ কমিশন) বসবে। ওরা (তেল ব্যবসায়ীরা) তো একটা দাবি (প্রতি লিটারে ২০ টাকা বাড়ানো) দিয়েছে, সেটা জাস্টিফাইড কিনা সেটা এক সপ্তাহের মধ্যে ট্যারিফ কমিশন বসে ঠিক করবে।’

এক সপ্তাহের মধ্যেই ট্যারিফ কমিশন বসবে বলেও জানান টিপু মুনশি।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: