ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ভাঙ্গার সেই নিউ সেবা প্রাঃ হাসপাতাল ও ডায়াগনস্টিক বন্ধ করে দিলো প্রশাসন

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১০ আগস্ট ২০২২ ০৮:২৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১০ আগস্ট ২০২২ ০৮:২৫

নিউ সেবা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। ছবি : বিদেশ বার্তা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : অবশেষে ফরিদপুরের ভাঙ্গার সেই নিউ সেবা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বৈধ লাইসেন্স না থাকায় এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার (৮ আগস্ট) সন্ধায় ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেন মেডিকেল টিমের সদস্য ডাঃ গোপাল দেব।

এ বিষয়ে ভাঙ্গা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহসিন উদ্দিন বিদেশ বার্তাকে জানান, নিউ সেবা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ২০১৭ সাল থেকে এ পর্যন্ত বৈধ লাইসেন্স না থাকায় সিভিল সার্জন মহোদয় নিজে উপস্থিত থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন। তাদেরকে লাইসেন্সে নবায়নের জন্য একাধিকবার সময় দেয়া হয়েছিল তারা তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে সময়ের মধ্যে বৈধ লাইসেন্স দেখাতে পারেন নাই।

এসময় আরো উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আজিম উদ্দিন, ভাঙ্গা থানা পুলিশের প্রতিনিধিসহ ভাঙ্গা হসপিটালের আর এম ডাক্তার মইনদ্দিন সেতু প্রমূখ।

ডাঃ গোপাল দেব জানান, গত ১৭ জুলাই এই নিউ সেবা প্রাইভেট হাসপাতালটি বন্ধ করে দিয়েছিল কিন্তু নিয়মবহির্ভূত হয়ে তারা বন্ধের তিনদিন পর লাইসেন্স ছাড়াই খুলে দিয়েছিল। এবার সিভিল সার্জন স্যার ও ইউএনও স্যার নিজেই অভিযান পরিচালনা করে বন্ধ করে দেন।



আপনার মূল্যবান মতামত দিন: