ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পতন থামাতে শেয়ারবাজারে ফের ফ্লোর প্রাইস

আল আমিন | প্রকাশিত: ২৯ জুলাই ২০২২ ০৬:১১

আল আমিন
প্রকাশিত: ২৯ জুলাই ২০২২ ০৬:১১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের টানা পতন থামাতে ফের ফ্লোর প্রাইস (শেয়ারের দামের সর্বনিম্ন সীমা বেঁধে দেওয়া) আরোপ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসই)। ফলে আর কোনো শেয়ারের দাম নির্ধারিত দামের নিচে নামতে পারবে না। আগামী রোববার থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হবে।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬ হাজার পয়েন্টের মাইলফলক বা মনস্তাত্ত্বিক সীমার নিচে নেমে আসায় বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নিয়েছে বিএসই।

বিএসইসি জানিয়েছে, করোনাপরবর্তী ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ২০২০ সালের ১৯ মার্চ বাজারের পতন ঠেকাতে সরকারের নির্দেশে ফ্লোর প্রাইস বসানো হয়েছিল। তখন ডিএসইর প্রধান সূচকটি নেমে এসেছিল ৩ হাজার ৬০৪ পয়েন্টে। এরপরই মূলত পতন ঠেকাতে শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দামের সর্বনিম্ন সীমা বেঁধে দেওয়া হয়েছিল।


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: