ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

নিরাপদ পুষ্টির চাহিদা মেটাতে মৎস্য উৎপাদনে প্রধানমন্ত্রীর আহ্বান

আল আমিন | প্রকাশিত: ২৫ জুলাই ২০২২ ০২:৫৯

আল আমিন
প্রকাশিত: ২৫ জুলাই ২০২২ ০২:৫৯

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :  নিরাপদ পুষ্টির চাহিদা মেটাতে মৎস্য উৎপাদন জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সবাইকে নিজ নিজ এলাকার নদী, খাল, বিল বা পুকুরে মাছ চাষের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি মৎস্য প্রক্রিয়াজাতকরণের ওপরও গুরুত্ব আরোপ করেছেন তিনি।

শেখ হাসিনা বলেছেন, আমি কিছুক্ষণ আগেই লেকে আবার মাছ ছেড়ে এলাম। আশা করি এভাবে সবাই, যার যার জলাধার আছে, যার যেখানে একটু জলাধার আছে, সেখানে আপনারা মাছের চাষ করেন।

রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২’ এর উদ্বোধন এবং ‘জাতীয় মৎস্য পদক-২০২২’ বিতরণ অনুষ্ঠানে যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় হাওড় অঞ্চলে মৎস্য উৎপাদনের বিশাল সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, হাওড়, বাঁওড়, খাল, বিল, বিভিন্ন জলাধার রয়েছে আমাদের। যার যেখানে এই ধরনের জলাধার আছে তারা মাছ চাষের দিকে একটু নজর দিন। মাছের সঙ্গে কাঁকড়া, শামুক আছে, ঝিনুক আছে এসবও করা যায়। সেগুলো করতে পারলে আমাদের নিজেদের কোনো অভাব থাকবে না। রপ্তানিক্ষেত্রে আমরা নতুন নতুন পণ্য দিতে পারব।

জনগণের পুষ্টি নিশ্চিতে মাছের গুরুত্ব অপরিসীম বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, পুষ্টিটা আসবে মাছ, ডিম, দুধ ও মাংসের মাধ্যমে। শুধু আমরা নিজেদের চাহিদা মেটাব না, আমরা এগুলো প্রক্রিয়াজাত করে বিদেশেও পাঠাতে পারব।

বিদেশ বার্তা/ এএএ

 



আপনার মূল্যবান মতামত দিন: