ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

চুয়াডাঙ্গায় পাবজি গেম প্রতিযোগিতা থেকে ১০৮ জন আটক

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২১ জুলাই ২০২২ ০২:৫০

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২১ জুলাই ২০২২ ০২:৫০

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা থেকে : চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ঘোষিত পাবজি গেম প্রতিযোগিতায় অংশগ্রহনের সময় ১০৮ জন যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (২০ জুলাই) বেলা ৩ টার দিকে চুয়াডাঙ্গায় শহরতলীর দৌলতদিয়ারে একটি কমিউনিটি সেন্টার থেকে তাদেরকে আটক করা হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৪ জনকে ২ দিন করে কারাদণ্ড দেয়া হয়। বাকীরা অপ্রাপ্ত বয়স হওয়ায় মুচলেকা দিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হবে বলে জানানো হয়।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলা সদরের দৌলতদিয়ারের একটি কমিউনিটি সেন্টার দোতালায় পাবজি গেম খেলা হচ্ছে এই তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় গেম খেলা অবস্থায় ১০৮ জনকে আটক করা হয়। পাবজি গেম খেলতে আসা অধিকাংশেরই বাড়ি দেশের বিভিন্ন জেলায়। এরা সকলেই ছাত্র।

মঙ্গলবার দিবাগত রাতে পাবজি গেম প্রতিযোগিতায় অংশ নিতে চুয়াডাঙ্গা আসে তারা। এই টুর্ণামেন্টে মোট ২৫টি দল অংশ গ্রহন করে। প্রতি দলে ৪ জন করে মোট ১০০ জন খেলায় অংশ নেয়। বাকি ৮ জন ছিল আয়োজক। চ্যাম্পিয়ন দলকে ২৫ হাজার ও রানার্সআপ দলকে ১০ হাজার টাকা দেওয়ার কথা ছিল।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান কাজল জানান, অভিযান চালিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও ক্রেষ্ট আটক করা হয়। গত রাত থেকেই তারা খেলা শুরু করে। আমরা যখন অভিযান শুরু করি, তারা খেলায় এতটাই মগ্ন ছিলো যে আমাদেরকে কোন কেয়ারই করছিল না।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান জানান, পাবজি গেম যুব সমাজকে ধ্বংস করে। এ কারনে অনেক অশান্তি বিরাজ করছে। এদেরকে প্রতিরোধ করা প্রয়োজন। আটককৃতদের মধ্যে যারা প্রাপ্ত বয়স্ক তাদের দুই দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। বাকীদের মুচলেকা দিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন: