ঢাকা | সোমবার, ৪ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

গরুতে ৭ টাকা খাসিতে ৩ টাকা বাড়িয়ে চামড়ার দাম নির্ধারণ

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৫ জুলাই ২০২২ ২৩:০৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৫ জুলাই ২০২২ ২৩:০৮

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : কোরবানির পশুর লবণযুক্ত গরুর চামড়ার দাম ৭ টাকা বাড়িয়েছে সরকার। আর খাসির চামড়ার দাম বাড়ানো হয়েছে ৩ টাকা।

মঙ্গলবার (৫ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন ঈদুল-আজহা উপলক্ষে চামড়ার মূল্য নির্ধারণ ও সুষ্ঠু ব্যাবস্থাপনা সংক্রান্ত সভায় এ দাম নির্ধারণ করা হয়।

সভা শেষে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের জানান, এবার ঢাকায় প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ৪৭ থেকে ৫২ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আর খাসির লবণযুক্ত চামড়ার দাম ১৮ থেকে ২০ টাকা এবং বকরির চামড়া ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, গত বছর থেকে ৭ টাকা বাড়িয়ে গরুর চামড়ার দাম ৪৭ থেকে ৫২ ঢাকা। ঢাকার বাইরে ৪০ থেকে ৪৪ টাকা। খাসির চামড়ার দাম ৩ টাকা বেড়ে ১৮ থেকে ২০ টাকা। বরকির চামড়া ১২-১৪ টাকা।

উল্লেখ্য, গত বছর ঢাকাতে প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ৪০ থেকে ৪৫ টাকা এবং ঢাকার বাইরে ৩৩ থেকে ৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। আর খাসির লবণযুক্ত চামড়ার দাম ১৫ থেকে ১৭ টাকা এবং বকরির চামড়া ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন: