
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতুতে নাশকতার চেষ্টার অপরাধে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
বৃহস্পতিবার (৩০ জুন) সকালে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে বলা হয়, পদ্মা সেতুতে নাশকতার চেষ্টার অপরাধে একজনকে গ্রেপ্তার করেছে সিটিটিসি। দুপুর ১টায় এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন সিটিটিসি প্রধান।
এর আগে পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে টিকটক ভিডিও করায় বায়েজিদ নামে এক যুবককে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়েছে পুলিশ।
আপনার মূল্যবান মতামত দিন: