ঢাকা | মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭০

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৪ জুন ২০২২ ০৪:২৬

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৪ জুন ২০২২ ০৪:২৬

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : দেশে ১৭ মে থেকে ২৩ জুন পর্যন্ত বন্যায় মোট ৭০ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ জুন) পর্যন্ত বন্যায় মৃত্যুর সংখ্যা ছিল ৪২ জনে।

বৃহস্পতিবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বন্যা বিষয়ক এক বিবৃতিতে বলা হয়, ১৭ মে থেকে ২৩ জুন পর্যন্ত ময়মনসিংহে পাঁচ জন, নেত্রকোনায় পাঁচ জন, জামালপুর পাঁচ জন, শেরপুরে তিন জন, লালমনির হাট একজন, কুড়িগ্রামে তিন জন, সিলেট জেলায় ১৬ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে একজন এবং মৌলভীবাজারে তিন জনের মৃত্যু হয়েছে।

এতে আরো বলা হয়, মৃত ৭০ জনের বজ্রপাত, সাপের কামড়, বন্যার পানিতে ডুবে এবং বন্যাজনিত অনান্য কারণে মৃত্যু হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: