ঢাকা | রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বাংলাদেশ থেকে পোশাককর্মী নিচ্ছে জর্ডান

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১০ জুন ২০২২ ১৯:২৪

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১০ জুন ২০২২ ১৯:২৪

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) লোক চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি জর্ডানের একটি টেক্সটাইল কোম্পানিতে চুক্তিভিত্তিক লোকবল পাঠাবে।

বাংলাদেশি পোশাককর্মীরা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ পাবে।

পদের নাম: মেশিন অপারেটর।

পদের সংখ্যা : ৫০ জন (নারী কর্মী)।

আবেদন যোগ্যতা : প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ১৮-৩৯ বছরের মধ্যে হতে হবে। মাসিক মূল বেতন ১২৫ জেডি (১৬ হাজার ২৪২ টাকা)।

বিজ্ঞপ্তি অনুসারে দিনে ৮ ঘণ্টা ডিউটি, সপ্তাহে ৬ দিন এবং ওভারটইম (স্বেচ্ছাধীন)। নিয়োগকারী প্রতিষ্ঠান থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করবে। চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকারী প্রতিষ্ঠান দেবে।

তবে চুক্তি শেষ হওয়ার আগে দেশে ফিরে আসতে চাইলে জর্ডানের শ্রম আইন প্রযোজ্য হবে। যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে মামলা আছে, তাঁরা নিয়োগের অযোগ্য হবেন।

এছাড়াও নির্বাচিত কর্মীদের বোয়েসেলের সার্ভিস চার্জ, বহির্গমন ট্যাক্স, ১৫% ভ্যাট, বোয়েসেলের নিবন্ধন ফি, স্মার্টকার্ড ফি এবং ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাবদ সব খরচ কোম্পানি দেবে। তবে মেডিকেল ফি ১০০০ টাকা ও ফিঙ্গার প্রিন্টের ফি ২০০ টাকা নির্বাচিত কর্মীদের দিতে হবে।

সাক্ষাৎকারে যাওয়ার সময় রঙিন ছবি চার কপি (পাসপোর্ট সাইজ), মূল পাসপোর্ট, পাসপোর্টের ফটোকপি (৫টি রঙিন), শিক্ষাগত অভিজ্ঞতার সনদ (যদি থাকে) নিয়ে। সকাল আটটায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, দারুস-সালাম রোড, মিরপুর, ঢাকায় উপস্থিত থাকতে হবে। উপস্থিত হতে হবে ১০ জুন, ২০২২ তারিখে।



আপনার মূল্যবান মতামত দিন: