
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পদে নতুন শপথ নেওয়া কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।
এসময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা এমিলি, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।
এসময় তারা শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা জানানোর পর নতুন এই প্রধান নির্বাচন কমিশনার পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরে সাড়ে ১০টার দিকে ঢাকা উদ্দেশ্যে রওনা হন তারা।
২৬ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ২৭ ফেব্রুয়ারি শপথ নেন তারা। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আগামী পাঁচ বছরের জন্য প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে তাদের নিয়োগ দিয়েছেন।
আপনার মূল্যবান মতামত দিন: