
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের লোহাগড়ায় পুলিশ সদস্যকে কোপ দিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন করার ঘটনার মামলার প্রধান আসামিকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে তাকে লোহাগড়ার পাহাড়ি এলাকা থেকে এক সহযোগীসহ গ্রেফতার করা হয়। র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার সকাল ১০টার দিকে লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের আধারমানিক এলাকায় আসামি গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হন পুলিশ। এ সময় দুই পুলিশ সদস্যসহ জনি খান ও শাহাদাত ছাড়াও মামলার বাদী আবুল হাশেম আহত হন। আসামি কবির আহমদের ধারালো দায়ের কোপে কনস্টেবল জনি খানের বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।
এদিকে ঢাকার আল মানার হাসপাতালে আহত পুলিশ সদস্য জনি খানের বিচ্ছিন্ন হাত প্রতিস্থাপন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বলেন, ‘আহত জনির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। রাতেই ঢাকায় তার হাত প্রতিস্থাপন করা হয়েছে।’
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: