ঢাকা | মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

‘ঋণের চাপে’ ফেসবুক লাইভে এসে সৌদি রেমিট্যান্স যোদ্ধার আত্মহত্যা

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৩৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৩৫

ছবি : সংগৃহীত

সৌদিআরব থেকে : সৌদি আরবের দাম্মাম শহরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে এসে আত্মহত্যা করেছে বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা আরিফুল ইসলাম নয়ন নামের এক যুবক।

সৌদি আরবের দাম্মাম শহরে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করা প্রবাসী চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের খানবাড়ির সিরাজুল ইসলামের সন্তান।

তথ্যে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে সৌদি আরবের দাম্মাম শহরে ভাড়া বাসায় গলায় গামছা পেঁচিয়ে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেন আরিফুল ইসলাম নয়ন।

গত বছরের এপ্রিল মাসে নিজের সব জমানো টাকা এবং ঋণ নিয়ে সৌদি আরবে চাকরির জন্য পাড়ি জমান।

কিন্তু গত ১০ মাসেও কাজ না পেয়ে ইকামা করতে পারেননি।একদিকে সংসারের চিন্তা,ঋণের চাপ অন্যদিকে ইকামা না হওয়ায় কোন কাজে যোগ দিতে না পারায় এসব ইত্যাদি কারণে মারাত্মক দুশ্চিন্তা করতেন।যার ফলে,গত কয়েকমাসে বেশ কয়েকবার তিনি অসুস্থ হয়ে পড়েন ।সবশেষ এসব কারণ দেখিয়েই ফেসবুক লাইভে এসে গলায় গামছা পেঁচিয়ে নিজ বাসার পাশে আত্মহত্যা করেন নয়ন।

খবর পেয়ে সৌদি পুলিশ ঘটনাস্থলে এসে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে,প্রবাসী নয়নের মরদেহটি স্থানীয় হাসপাতালের হিম ঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: