ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহরুখের ‘পাঠান’

আল আমিন | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৩ ০৪:৪৬

আল আমিন
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৩ ০৪:৪৬

ফাইল ছবি

বিনোদন ডেস্ক: বাংলাদেশে শাহরুখের সিনেমা পাঠান মুক্তি দেওয়া নিয়ে চলছিল নানা আলাপ। কেউ কেউ বেঁকে বসেছেন, কেউ আবার পাঠান মুক্তি দিতে সাগ্রহে বসে আছেন।

এবার সেই জটিলতা কেটে গেছে বলেই শোনা যায়। সরকারের পক্ষ থেকেও নানা আলোচনার পর বাংলাদেশের সিনেমাহলে পাঠান মুক্তি দেওয়ার সবুজ সংকেতও নাকি মিলেছে। জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে পাঠান।

আর বাংলাদেশে পাঠান মুক্তি পাচ্ছে সে বিষয়ে খোদ শাহরুখও অবগত আছেন। সম্প্রতি টুইটে এক বাংলাদেশির করা প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন বলিউড বাদশাহ।

আবিদ শাহরিয়ার নামে বাংলাদেশি শাহরুখকে প্রশ্ন করেছেন, ‘আপনাকে বাংলাদেশের মানুষরা কি পরিমাণ ভালোবাসে, সে বিষয়ে আপনার কোন ধারণা-ই নেই। বিশেষ করে আমি আপনাকে অন্ধের মত ভালোবাসি। আপনাকে আমরা কবে বাংলাদেশে দেখতে পাব?’ সেই প্রশ্নের উত্তরে শাহরুখ লিখেছেন, ‘আমি জেনেছি, সেখানে (বাংলাদেশে) খুব শিগগিরই ‘পাঠান’ মুক্তি পেতে যাচ্ছে।’

এদিকে ‘পাঠান’ মুক্তির বিষয়ে সব প্রস্ততি নিয়ে রেখেছেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এর কর্ণধার, পরিচালক অনন্য মামুন। তিনি জানিয়েছেন, অনুমোদন পেলে আগামী ২৪ তারিখেই সিনেমাটি মুক্তি দিতে চাই।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: