ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

দেশবাসীকে শান্ত থাকার আহ্বান মির্জা ফখরুলের

আমিরুন রনি | প্রকাশিত: ৫ আগস্ট ২০২৪ ১৮:৩০

আমিরুন রনি
প্রকাশিত: ৫ আগস্ট ২০২৪ ১৮:৩০

দেশবাসীকে শান্ত থাকার আহ্বান মির্জা ফখরুলের

আমিরুন রনিঃ বর্তমান পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠক শেষে এ আহ্বান জানান তিনি।

সোমবার (৫ আগস্ট) বিকেল ৫টার দিকে মির্জা ফখরুল এই বার্তা দেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। 

শায়রুল কবির খান বলেছেন, ‘বিএনপির মহাসচিব বলেছেন, দেশাবাসী যেন শান্ত থাকে।’

সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ছিলেন। শায়রুল জানিয়েছেন, বিএনপির মহাসচিব জানিয়েছেন, ওই বৈঠক সুন্দর হয়েছে।

সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে আরও ছিলেন- জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বৈঠকে ছিলেন অধ্যাপক ড. আসিফ নজরুল।

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে বলে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ইতোমধ্যে দেশে ছেড়েছেন শেখ হাসিনা।



আপনার মূল্যবান মতামত দিন: