ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

দ্বাদশ নির্বাচন ক্ষমতাসীনদের ভাগাভাগির নির্লজ্জ খেলা: চরমোনাই পীর

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৪ ১৪:৪৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৪ ১৪:৪৯

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) বলেছেন, ৭ জানুয়ারির নির্বাচন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয়ার নির্বাচন। এই নির্বাচন সীমাহীন লুটতরাজ, জুলুম, খুন ও অনিয়ম জারি রাখার নির্বাচন। এই নির্বাচন ক্ষমতাসীনদের পারস্পরিক ক্ষমতা ভাগাভাগির নির্লজ্জ খেলা। ফলে এই নির্বাচনে ভোট দেয়ার মানে সরকারের সকল অন্যায়, জুলুম ও দুর্নীতিকে বৈধতা দেয়া।যা কোনভাবেই জায়েজ নয়।

বৃহস্পতিবার দুপুরে দলটির পল্টনস্থ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, সরকারের আজ্ঞাবহ দলদাস নির্বাচন কমিশন আগামী ৭ জানুয়ারি প্রহসনমূলক একতরফা নির্বাচনের যে ঘোষণা দিয়েছে, পৃথিবীর ইতিহাসে এমন নির্লজ্জ ও শঠতাপূর্ণ নির্বাচন কেউ কখনো দেখেছে বলে মনে হয় না। ক্ষমতাসীন সরকার ২০১৪ সালে করলো একতরফা প্রহসনের নির্বাচন, ১৮ সালে করলো রাতের ভোট আর ২৪ সালে এসে করছে ডামি নির্বাচন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, যাদের মধ্যে দেশপ্রেম আছে, যারা দুর্নীতি, জুলুম-লুটতরাজকে ঘৃণা করেন, যারা মানুষের অধিকারকে সম্মান করেন তারা ভোট কেন্দ্রে যাবেন না। এই জনবিরোধী প্রহসনের নির্বাচনে যারা সহযোগীতা করবে, জনগণ তাদেরকে কিছুতেই ক্ষমা করবে না।

বর্তমান দলকানা তাবেদার নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যদি নিজেদের ভালো চান এবং দেশের মঙ্গল চান তাহলে এখনো সময় আছে, নির্বাচনী কার্যক্রম বন্ধ করে দিয়ে পদত্যাগ করে চলে যান। জনগণ আপনাদের নাটক আর দেখতে চায় না।

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পাঁচটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- ৭ জানুয়ারী একতরফা প্রহসনের নির্বাচন বন্ধ করতে হবে, বিদ্যমান জাতীয় সংসদ ভেঙে দিতে হবে, নিবন্ধিত এবং আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে, জাতীয় সরকার গঠন করতে হবে, বর্তমান নির্বাচন কমিশন ভেঙে দিতে হবে এবং জাতীয় সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় নির্বাচনের পূণঃতফসিল ঘোষণা করবে এবং রাজনৈতিক কারণে বিরোধীদলের কারাবন্দী সকল নেতা-কর্মীর মুক্তি দিতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন: