ঢাকা | রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

অসহযোগ আন্দোলন, সরকারকে সহযোগিতা না করার আহ্বান বিএনপির

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৩ ১৪:২৭

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৩ ১৪:২৭

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : এবার অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি। এখন থেকে বর্তমান সরকারকে আর কোনো সহযোগিতা না করতে দেশের মানুষ ও প্রশাসনকে আহ্বান জানিয়েছে দলটি।

পাশাপাশি ২০২৪ সালের ৭ জানুয়ারির ভোট বর্জনের আহ্বান জানানো হয়েছে।

বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে থেকে আমি এ আহ্বান জানাচ্ছি।

তিনি আরো বলেন, মিথ্যা ও গায়েবি মামলায় অভিযুক্ত নেতা-কর্মীদের আজ থেকে আদালতে হাজিরা দেওয়া থেকে বিরত থাকারও আহ্বান জানাচ্ছি।



আপনার মূল্যবান মতামত দিন: