ঢাকা | বৃহঃস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পঞ্চম দফায় বিএনপির ফের অবরোধ

সেলিম সোহেল | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৩ ২২:২১

সেলিম সোহেল
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৩ ২২:২১

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক: সরকার পতনের এক দফা দাবিতে পঞ্চম দফায় আবারো ৪৮ ঘণ্টার টানা অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী বুধবার (১৫ নভেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত সড়ক, রেল ও নৌ পথ অবরোধের কর্মসূচি পালন করবেন তারা।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নতুন এ কর্মসূচির ঘোষণা করেছেন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৬টায় সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের লক্ষ্যে বিএনপিসহ সমমনা বিরোধী দলের চতুর্থ দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হতে যাচ্ছে। এ কর্মসূচি শেষ হলে এক দিনের বিরতি দিয়ে দাবি আদায়ে আরও ৪৮ ঘণ্টা অবরোধ চালিয়ে যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দলটি।

বিএনপিসহ বিরোধী দলের নেতারা বলছেন, চলতি সপ্তাহে অবরোধ কর্মসূচি চালিয়ে নেওয়া হবে। এক্ষেত্রে মঙ্গলবার কর্মসূচিতে বিরতি দিয়ে বুধবার সকাল থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত আরও ৪৮ ঘণ্টা কর্মসূচি দেওয়া হবে।

এদিকে, চলতি সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার।

বিরোধী দলের নেতারা বলছেন, তফসিল ঘোষণা করা হলে কর্মসূচির ধরনে পরিবর্তন আনা হবে। সেক্ষেত্রে যুগপৎ আন্দোলনে থাকা ৩৬টি দলের বাইরে যেসব দল বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না, তাদের সঙ্গে সমন্বয়ক রেখে নতুন কর্মসূচি দেওয়া হবে। এক্ষেত্রে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে পরের দিন থেকে হরতালের কর্মসূচি দেওয়া প্রাথমিক সিদ্ধান্ত রয়েছে বিএনপি, গণতন্ত্র মঞ্চসহ বিরোধী দলগুলো।



আপনার মূল্যবান মতামত দিন: