ঢাকা | শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইসলামী আন্দোলনের মহাসমাবেশ শুরু

আল আমিন | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৩ ১৫:০১

আল আমিন
প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৩ ১৫:০১

ফাইল ছবি

অনলাইন ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ শুরু হয়েছে।

শুক্রবার সকাল ১০টা থেকে সমাবেশ শুরু হলেও আনুষ্ঠানিক সমাবেশ শুরু হয় দুপুর ২টা থেকে।

এদিকে সকাল থেকেই সমাবেশ স্থলে দলে-দলে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। এদিকে ইসলামি আন্দোলনের সমাবেশে নেতাকর্মীদের ভিড়ে সোহরাওয়ার্দী উদ্যান লোকে লোকারণ্য হয়ে উঠেছে।

 

বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু-নিরপেক্ষ জাতীয় নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতির প্রবর্তন ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিলের দাবিতে এই সমাবেশ করছে দলটি।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)  সভাপতিত্ব করবেন।

এছাড়া দলের কেন্দ্রীয় ও জাতীয় নেতৃবৃন্দ এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করবেন।



আপনার মূল্যবান মতামত দিন: