ঢাকা | শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৩ ১৯:২১

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২ নভেম্বর ২০২৩ ১৯:২১

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এই ঘোষণা দেন।

তিনি বলেন, বর্তমান সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তার সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে আগামী ৫ নভেম্বর (রোববার) ভোর ৬টা থেকে ৭ নভেম্বর (মঙ্গলবার) ভোর ৬টা পর্যন্ত সারা দেশে টানা ৪৮ ঘণ্টা শান্তিপূর্ণ অবরোধের নতুন কর্মসূচি ঘোষণা করছি।

ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি এবং দেশপ্রেমিক সংগ্রামী জনতার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি।

একই সঙ্গে আগামী শুক্রবার সারা দেশে দোয়া মাহফিলেরও ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।



আপনার মূল্যবান মতামত দিন: