ঢাকা | শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বিএনপির কার্যালয় ক্রাইম সিনের আওতায়

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩ ১১:৪৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩ ১১:৪৯

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করে রেখেছে পুলিশ। কার্যালয়কে ক্রাইম সিনের আওতায় এনেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রবিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে দেখা যায়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দুপাশেই বিপুল পুলিশ মোতায়েন করা আছে৷ পাশে রাখা হয়েছে জলকামান ও প্রিজন ভ্যান। আর কার্যালয়কে ঘেরাও করে রাখা হয়েছে ক্রাইম সিনের ফিতা দিয়ে। এদিকে কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে ঘোরাফেরা করা দুজনকে বিএনপির কর্মী সন্দেহে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনা ঘটে সকাল সাড়ে ৯টায়।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পল্টন জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) গোলাম রোহানী। গোলাম রোহানী মানবকণ্ঠকে বলেন, ‘গতকাল শনিবার দিবাগত রাতে সিআইডির ক্রাইম সিন ইউনিট বিএনপির কেন্দ্রীয় কার্যালয়কে ক্রাইম জোন ঘোষণা করেছে। আর দুজনকে সন্দেহজনক মনে হওয়ায় আটক করা হয়েছে। যাচাই-বাছাই করে অপরাধী না হলে ছেড়ে দেওয়া হবে।’



আপনার মূল্যবান মতামত দিন: