ঢাকা | রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

১৮ সেপ্টেম্বর আসছে বিএনপির নতুন কর্মসূচি

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৩ ২১:৫৪

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৩ ২১:৫৪

বিএনপির নতুন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : আগামী সোমবার (১৮ সেপ্টেম্বর) নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি, এ কথা জানালেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কখনও সুষ্ঠু নির্বাচন হবে না। আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। একইসাথে নতুন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হতে হবে।

এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, রাজধানীর পুরনো মার্কেটগুলোয় আগুন দেয়া হচ্ছে, কারণ সরকার নতুন মার্কেট তৈরি করতে চায়। আর এসব মার্কেটে নিজস্ব লোকদের দোকান বরাদ্ধ দিতে চায় আওয়ামী লীগ। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়ার দাবি করেন বিএনপি মহাসচিব।



আপনার মূল্যবান মতামত দিন: