
নিজস্ব প্রতিবেদক : নিত্যপণ্যের দাম নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই দেশের বাজারে দাম কমলো সয়াবিন তেলের। ৫ টাকা কমে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম হবে ১৭৪ টাকা। বর্তমানে প্রতি লিটার ১৭৯ টাকায় বিক্রি হচ্ছে।
একই সঙ্গে খোলা সয়াবিনের দাম কমে বিক্রি হবে ১৫৪ টাকা লিটার। বর্তমানে খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৫৯ টাকায়।
রবিবার (১৩ আগস্ট) বিকেলে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনষ্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে সয়াবিন তেলের দাম কমানোর সিদ্ধান্ত জানায়।
এর আগে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমিয়ে ১৭৯ টাকা নির্ধারণ করা হয়। একই সঙ্গে খোলা সয়াবিন তেলের দামও লিটারে ৮ টাকা কমানো হয়। গত ১১ জুলাই এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আপনার মূল্যবান মতামত দিন: