ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

শুক্রবারের সমাবেশের অনুমতি পায়নি জামায়াত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৪ আগস্ট ২০২৩ ০২:৩১

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৪ আগস্ট ২০২৩ ০২:৩১

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : কর্মদিবস বাদ দিয়ে ছুটির দিনেও সমাবেশের অনুমতি পায়নি জামায়াতে ইসলামী।

শুক্রবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে আবেদন করেছিল দলটি।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, 'জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।'

এর আগে গত মঙ্গলবার (১ অগাস্ট) সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করেছিল জামায়াত।

কিন্তু অনুমতি না মেলায় ওইদিনই বিকালে শুক্রবার সমাবেশ করার আবেদন নিয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে যায় দলটির একটি প্রতিনিধি দল।

ডিএমপি উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন জানিয়েছিলেন, আইনশৃঙ্খলা অবনতি হতে পারে- এমন আশঙ্কা থেকে জামায়াতকে মঙ্গলবারের সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।



আপনার মূল্যবান মতামত দিন: