ঢাকা | শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

৫ আগস্ট ঢাকায় বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন

আল আমিন | প্রকাশিত: ২ আগস্ট ২০২৩ ০৩:২৯

আল আমিন
প্রকাশিত: ২ আগস্ট ২০২৩ ০৩:২৯

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় বিক্ষোভের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ৫ আগস্ট (শনিবার) বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।

শহীদ হাফেজ রেজাউল করীমের খুনিদের গ্রেপ্তারের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করেছে তারা। মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে বিক্ষোভের ঘোষণা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ।

শহীদ হাফেজ রেজাউল করীম খুন হওয়ার ৫ দিন অতিবাহিত হওয়ার পরও খুনিরা গ্রেপ্তার না হওয়ায় মহাসচিব বলেন, খুনিরা সরকার দলীয় হওয়ায় সরকার তাদের আড়াল করার চেষ্টা করছে। সভায় রেজাউল করীমের খুনিদের গ্রেপ্তারের দাবিতে ৫ আগস্ট শনিবার বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।

তিনি বলেন, তফসিল ঘোষণার পূর্বেই অবৈধ সংসদ ভেঙে দিতে হবে। বর্তমান সংসদ বহাল রেখে নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন করার চেষ্টা করলে জনগণ তা মেনে নিবে না।

দেশে নতুন সঙ্কট ঘণীভূত হবে। দেশ আরও ভয়াবহ সংঘাতের দিকে যাবে। তিনি বলেন, জাতীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। বর্তমান নির্বাচন কমিশন ইতিমধ্যে দলবাজ কমিশনে পরিণত হয়েছে।

এই কমিশনের অধীনে জাতীয় নির্বাচন হতে পারে না। নির্বাচনের আগে বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে নতুন কমিশন গঠন করতে হবে।


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: