
নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণ ভোট চোরদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আমি বলতে চাই এবার আর রক্ষা পাবেন না। তাদের পতন সুনিশ্চিত।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ১ দফা দাবিতে সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের দুই শতাধিক মুক্তিযোদ্ধা অনশন করছেন। ওই অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী।
রিজভী আহমেদ বলেন, মানুষের মতপ্রকাশের স্বাধীনতাকে হরণ করার জন্য বেগম খালেদা জিয়াকে বন্দি করা হয়েছে। এক ভয়ংকর মাস্টারপ্ল্যান বাস্তবায়নের জন্য খালেদা জিয়াকে বন্দি করেছে সরকার।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: