ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সমাবেশের ঘোষণা দিলো জামায়াতে ইসলামী

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৪ জুলাই ২০২৩ ২১:৪৪

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৩ ২১:৪৪

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : নতুন করে কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। তত্ত্বাবধায়ক সরকার, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতা-কর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধগতি নিয়ন্ত্রণের দাবিতে তারা এ কর্মসূচি ঘোষণা করে।

সোমবার (২৪ জুলাই) এক সংবাদ সম্মেলন দলটির ভারপ্রাপ্ত আমির, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ঘোষণা দেন- আগামী ২৮ জুলাই বিভাগীয় শহরে মিছিল, ৩০ জুলাই জেলা সদরে বিক্ষোভ মিছিল এবং ১ আগস্ট ঢাকা মহানগরীতে সমাবেশের আয়োজন করবে দলটি।

এসময় অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বর্তমান সরকারের ১৫ বছরের শাসনামলে নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধংস করে দিয়েছে। গত ১৭ জুলাই সবেশেষ ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রমাণ করেছে এ সরকারের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। নির্বাচন কমিশনের বক্তব্যে জাতি হতাশ হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন নায়েবে আমির, সাবেক এমপি ডা.সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক এডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমীর আ.রহমান মুসা, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড.মুহাম্মদ রেজাউল করিম, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মঞ্জুরুল ইসলাম।



আপনার মূল্যবান মতামত দিন: